Welcome to the Embassy's Website! Click on bold texts for details: Latest Public Notice ** Submitted Application's Status ** Upcoming Holiday Notice ** Please email to consular.bdusa@gmail.com for Dead Body Repatriation, Attestation, Power of Attorney, Birth Certificate, and other consular matters ** For Passport, Visa, NVR, Dual Nationality and Travel Permit related queries, please email to pvwing.washdc@gmail.com ** Please always check Office Hours and Holidays to avoid any inconveniences *

         


Birth Registration Certificate (BRC)

Birth Registration Certificate (BRC)

বিজ্ঞপ্তি :

স্থানীয় সরকার বিভাগের অধীনস্থ রেজিস্ট্রার জেনারেল-এর কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন এর নির্দেশনা অনুযায়ী ০২/০৭/২০২৩ ইং তারিখ থেকে সকল নিবন্ধক কার্যালয়ে শুধুমাত্র জন্মস্থান এবং স্থায়ীঠিকানা হতে জন্ম  নিবন্ধনের আবেদন ও নিবন্ধন করা যাবে। 

উপরোক্ত নিদের্শনার আলোকে, অত্র দূতাবাস হতে শুধুমাত্র এদেশে জন্মগ্রহণকারী ব্যক্তি যাদের পিতা অথবা মাতা বা উভয়ই বাংলাদেশী বৈধ নাগরিক শুধুমাত্র তাদের জন্ম নিবন্ধন করা যাবে।  

অন্যান্য বাংলাদেশী অভিবাসীরা তাদের নিজ বাংলাদেশস্থ স্থায়ী ঠিকানা হতে জন্ম নিবন্ধন করতে পারবেন।

Before applying for online, verifiable Birth Registration Certificate (BRC), please check whether you already have a birth registration certificate having a 17-digit number and verifiable at https://everify.bdris.gov.bd

Birth Certificate is a valuable document being issued by the Office of the Registrar of Birth and Death of the Government of the People's Republic of Bangladesh. It should always be either in your own custody or in the custody of an authorized person. If lost or destroyed, the fact and circumstances should immediately be reported to the nearest Bangladesh Embassy and the local Police.

Birth Certificate is an essential document for applying for (a) Machine Readable Passport; (b) Marriage Registration; (c) Admission into educational institute; (d) Driving License; (e) Voter ID or National ID; (f) Bank account; (g) Import, Export or Trade License; (h) Utility Connections; (i) Tax Identification Number; (j) Contractor License; (k) Registration for Car etc. জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ প্রজ্ঞাপন

জন্ম সনদ গ্রহনের জন্য কতিপয় নির্দেশনা-

জন্ম ও মৃত্যু নিবন্ধন সার্ভারের মেরামত ও রক্ষণাবেক্ষনের  জন্য সর্বসাধারনের প্রবেশ বন্ধ আছে।  সাময়িক সময়ের জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধনের সকল সেবার ক্ষেত্রে সেবা প্রার্থীকে/আবেদনকারীকে বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসিতে যোগাযোগের মাধ্যমে নিবন্ধনের আবেদন দাখিলের জন্য অনুরোধ করা হলো।  সাময়িক এ অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

১. অনলাইনে জন্ম নিবন্ধন ওয়েবসাইটে (https://bdris.gov.bd/br/applicationপূরণ সাপেক্ষে প্রিন্ট আউট নিয়ে, নির্ধারিত কলামে স্বাক্ষর করতে হবে।

২. বাংলাদেশ হতে জন্ম সনদ গ্রহণ না করে দূতাবাস হতে জন্ম সনদ গ্রহণের কারণউল্লেখ পূর্বক, পূর্বে কোন ডিজিটাল জন্ম সনদ গ্রহণ করেন নাই এই মর্মে স্বীকারোক্তি সহ মিনিষ্টার (কনস্যুলার) বরাবর আবেদন (Application Form-J) পূরণ করে যথাস্থানে এক কপি ছবি আঠা দিয়ে লাগাতে হবে করতে হবে।

৩. জন্মস্থান ও জন্ম তারিখের প্রমাণ হিসাবে সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা উক্ত প্রতিষ্ঠান হতে প্রাপ্ত জন্ম সংক্রান্ত সনদের অনুলিপি অথবা বার্থ এটেন্ডেন্টের প্রত্যয়ন বা সংশ্লিষ্ট ব্যক্তির মেশিন রিডেবল পাসপোর্টের প্রথম ২ (দুই) পাতার অনুলিপি সংযুক্ত করতে হবে।

৪. পিতা বা মাতার মেশিন রিডেবল পাসপোর্টের প্রথম ৭ (সাত) পাতার অনুলিপি সংযুক্ত করতে হবে।  পিতা বা মাতা অথবা নিজের পাসপোর্টে বর্ণিত স্থায়ী ঠিকানাই ব্যক্তির স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য হবে।

৫. আবেদনকারী কোন যৌক্তিক কারণে বাংলাদেশী পাসপোর্ট উপস্থানে ব্যর্থ হলে নিবন্ধক কর্তৃক প্রয়োজনবোধে চাহিত স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা সংক্রান্ত অন্য কোন কাগজপত্রাদির অনুলিপি সংযুক্ত করতে হবে।

৬. পুরাতন জন্মসনদের কপি (যদি থাকে) সংযুক্ত করতে হবে।

৭. লেটার সাইজের ফেরত খাম প্রদান করতে হবে যথাযথ ডাকটিকিট সহ।

৮. ডাকযোগে আবেদনের ক্ষেত্রে খামের উপর Attention: Birth Registration Certificate উল্লেখ করতে হবে।

জন্ম নিবন্ধন ফিসের হারঃ

ক. জন্মের ৪৫ (পঁয়তাল্লিশ) দিন পর্যন্ত কোন ব্যক্তির জন্ম নিবন্ধনের জন্য আবেদন ফি বিনা ফিসে
খ. জন্মের ৪৫ (পঁয়তাল্লিশ) দিন পর হতে ৫ (পাঁচ) বছর পর্যন্ত অথবা ততোধিক সময়ের জন্য কোন ব্যক্তির জন্ম নিবন্ধনের জন্য আবেদন ফি ১ মার্কিন ডলার
গ. জন্ম তারিখ সংশোধনের জন্য আবেদন ফি ২ মার্কিন ডলার
ঘ. জন্ম তারিখ ব্যতীত নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা ইত্যাদি অন্যান্য তথ্য সংশোধনের জন্য আবেদন ফি ১ মার্কিন ডলার
ঙ. জন্ম সনদ রি-ইস্যু অথবা পুনঃমুদ্রণের জন্য আবেদন ফি ১ মার্কিন ডলার


No Refunds: Processing fees once received is nonrefundable, even if the application is withdrawn or service cannot be rendered.

Click Here for Service Hours of Walk-in

Service by Mail: Applicants may send their applications by mail. Applicants must add return prepaid envelope with appropriate postage, using the USPS Express/Priority and Certified mail service. The Embassy will not accept any return envelope without proper postage. Return envelope of FedEx is not accepted as it charges the Embassy, rather than the applicant for overweight of the return mail (or for any other reasons).

Payment by credit card or account payee number will not be accepted as per the policy of the Embassy.

* For online fill-out the form you may use Bangla Typing Software “AVRO” which you may install in your computer from https://www.omicronlab.com/avro-keyboard.html

THE EMBASSY WILL NOT BE RESPONSIBLE IF ANY DOCUMENT LOST BY RETURN MAIL ON WAY TO THE ADDRESSEE.

To contact the consular wing:
Tel: 202-292-4907
Fax: 202-244-7248 / 202-244-2771
Email: consular.bdusa@gmail.com

The link for online application: https://bdris.gov.bd/br/application