Welcome to the Embassy's Website! Click on bold texts for details: Latest Public Notice ** Submitted Application's Status ** Upcoming Holiday Notice ** Please email to consular.bdusa@gmail.com for Dead Body Repatriation, Attestation, Power of Attorney, Birth Certificate, and other consular matters ** For Passport, Visa, NVR, Dual Nationality and Travel Permit related queries, please email to pvwing.washdc@gmail.com ** Please always check Office Hours and Holidays to avoid any inconveniences *


Dead Body Repatriation

Dead Body Repatriation


বাংলাদেশে মৃতদেহ পরিবহনের সনদপত্র - নিম্নলিখিত নথিপত্রগুলি মেইল/ই-মেইলের (স্ক্যান কপি, পিডিএফ ফর্ম্যাট) মাধ্যমে বাংলাদেশ দূতাবাসে প্রেরণ করতে হবেঃ

০১. মৃতব্যক্তির বাংলাদেশ পাসপোর্টের ফটোকপি (মেশিন রিডেবল হলে ১-৩ পৃষ্ঠা এবং হাতে লিখিত পুরানো হলে ১-৭ পৃষ্ঠা), বাংলাদেশী পাসপোট না থাকলে এনভিআর পৃষ্ঠাসহ যুক্তরাষ্ট্রের পাসপোর্টের কপি/বাংলাদেশী এনআইডি/বাংলাদেশী জন্মসনদের কপি দিতে হবে;

০২. সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে মৃত্যু সনদপত্র;

০৩. মৃতদেহ সংক্রমণমূক্ত এমর্মে প্রত্যয়নপত্র;

০৪. মৃতসনদ দ্রুত পেতে উপরোল্লেখিত সকল নথিপত্রের স্ক্যানকপি (পিডিএফ ফরম্যাট) দূতাবাসের কনস্যুলার শাখায় (consular.bdusa@gmail.com) ই-মেইলযোগে পাঠাতে হবে;

০৫. মৃত্যুসনদের ক্ষেত্রে সহায়তার নিমিত্তে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সার্ভিস ছুটির দিনসহ ২৪ ঘন্টা খোলা রয়েছে। অফিস সময়সূচীর পর জরুরী মোবাইল নাম্বার +১ ২০২-৭৪০-৬৩০৫-তে ফোন করে দূতাবাসের সাথে যোগাযোগ করা যাবে;

০৬. মৃত্যুসনদের মূল কপি পেতে যুক্তরাষ্ট্রের ভিতরে স্ব-ঠিকানা সম্বলিত প্রয়োজনীয় ডাকটিকেট ও ট্র্যাকিং নম্বরসহ ইউএসপিএস প্রিপেইড সার্টিফাইড/প্রায়োরিটি মেইল/এক্সপ্রেস মেইলের ফেরত খাম পাঠাতে হবে। যুক্তরাষ্ট্রের বাহিরের ক্ষেত্রে স্ব-ঠিকানা সম্বলিত প্রিপেইড ডিএইচএল গ্রহন করা হবে।

For further enquiry:

Tel: 202-292-4907
Fax: 202-244-7248 / 202-244-2771
Email: consular.bdusa@gmail.com (Consular matters only)